আমাদের এই চেনা জগতে
নামবে কি পুস্প বৃষ্টি?


গল্পে শুনেছি
অজানা একটি জগৎ আছে
সেখানে পুস্প বৃষ্টি নামে
একজন অশরীরী নারী
কালো চুলে খোঁপা বাঁধে।


বৃষ্টির ধনুক রেখাগুলো
তুলে নেয় আঙুলের করতলে।