অপরাহ্নে রুপালী মাছের
ঘর ভেংঙ্গে
আমি তোমার জন্য এনেছি মাকড়সা প্রেম।
ঝর্নার সোনালী জলকনা
সেই জলশব্দের হাঁসি- যা প্রতিদিন
তোমারই ঠোঁটে লেগে থাকে
আমি তো কোন বৈভব চাই না
শালিকের কাছে গল্পে বলেছিলাম একদিন- আমি তোমাকেই... ।
কাল্পনিক সে অল্প কিছু কথা
এতো দ্রুত ইতিহাস হবে
ভাবিনি কোনদিন।
কারও চাওয়া-পাওয়ার কিছু থাকতেই পারে
আমারও আছে;
হয়তো তোমারও এমন।