মুঠো বন্ধ করে
সন্তাপে বসে থাকি শব্দঘরে
পোতাশ্রয়ে বেজে ওঠে সাইরেন।
.
দরজার পাশে
শুয়ে থাকে পোষা কুকুর
ঘুরে চলে ঘড়ির কাঁটা
বদলে যায় নগর সভ্যতা।
.
ঘোরালো রাত্রি
শোরগোল শুনি ঐ দূরে
মাধবীর ডেরায়
কারা যেন এখনও জেগে আছে।
.
পাথর পথে
টিকটিকির শরীর ঘেমে ওঠে
সন্তাপে বসে থাকি শব্দঘরে।