ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাই
বৃক্ষের শরীরে ছায়ার আবর্তন।
আমাদের দিনগুলো পাথরের তলায় চাপা পড়ে
দীর্ঘশ্বাস ছেড়ে হেঁটে যাই।
মৌনতার দুপুরে একাকি সাপ-লুডু খেলি
ভিতরে থেকে বন্ধ হয়ে যায় কপাট।
..
সভ্যতার শরীরি পুড়ে যাচ্ছে
দায়বদ্ধতা নেই
উলঙ্গ সময় চাপ দিয়ে বলে, এসো নষ্ট হই।
খুব সহজেই
ভাল হতে কেউ কি বলেছে, কবে?
উত্তরহীন শিমুল তুলোগুলো রোদ্দুর ছড়াচ্ছে প্রতিদিন।
সবুজ ঘাসগুলো ম্রিয়মান হচ্ছে।
.
ওয়াকওয়ে দিয়ে হেঁটে যাই
সীমান্ত পিছনে ফেরে
তবুও প্রত্যাশার হাতধরে হেঁটে যাই সীমান্তের দিকে।