তুমি আসবে
এমনই কথা ছিল
মনের রেলগাড়ি স্টেশনে সারাদিন।
টিয়া পাখি উড়ছে
সাদা পায়রা পালক ফেলে গেল
তুমি একটিও কি টিকেট পাওনি?
জানি সবই তোমার অভিনয় ।
কিন্তু তবুও কেন যেন
বাগানের গোলাপ ফুটলেই মূহুর্তেই ভেবে বসি অন্যকিছু।
দামী একটা উপহার।
যা আমি তোমাকে পাঠিয়েছিলাম
তা যদি এতটাই মূল্যহীন হয়ে থাকে
তবে কেন মিথ্যা বাহানা তোমার?
কৃষ্ণচূড়া ফুলগুলো আজো ফোঁটে
শুধু ভুল পোড়া রোদ্দুরে
বিকল হয়ে পড়ে সময়ের হাতঘড়ি।