কথা না বলা খরগোশটাকে
অভিমানী ভেবে
ছেড়ে দিতেই পালিয়ে গেল
তারপর আর কোনদিন দেখা হয়নি
শুধু শুনেছি এক কৃষক
তাকে দেখেছে সবুজ ঘাসে লুকাতে।
মন যে ছুঁয়েছে
নিঃসন্দেহে সে মন চুরি করেছে
নির্লজ্জের মতো চাইনি তাকে
শুধু রোদের মতন কেঁদেছি
পাথরের চেহারা আয়নায় ভাসে।
যদি তার সাথে দেখা হয় একদিন
শুধু এতটুকুই বলতে চাই
সহজ প্রেমে তোমার অভিমানটা কিসের?