একচিলতে রোদে ভিজবো
এতো যে অপেক্ষা
কিন্তু রোদ কই?
অাকাশ বুজে থাকে সারাদিন।
.
বিকেলের বাতাস ভেবে
রঙিন ঘুড়ির সুতো ছেড়ে
ডাক দেই তোমাকে
কিন্তু তুমি কই?
একটুও মন ভাল নেই।
.
সন্ধা তাঁরার চাহনি
এমন কেন
কিছু কি হয়েছে তোমার?
.

বাঁশবনে হঠাৎ পেঁচার কন্ঠে শুনি
রোদ বাদামের গল্প
ভয়ে মরে যাই
কিছু কি হয়েছে তোমার?