ঘর থেকে বেরিয়ে যাও
ছোট হয়ে যাচ্ছে এই পৃথিবী
উঠোন পেরিয়ে যাও
অবারিত সবুজ মাঠ ভেবে যাকে ভালোবাসো
এক রাত্রির ব্যবধানে
ভরে যাচ্ছে সেই মাঠ মাকড়সার জালে।
পাখিরা ভুলে যাচ্ছে ডাকের কৌশল
লেজকাটা শেয়ালের দৌরাত্ম্যে
কবরস্থানে বাড়ছে ইঁদুরের বসবাস।
এসব কি রাজনীতি?
ছোট হয়ে যাচ্ছে এই পৃথিবী
পরমাণুর ক্ষুদ্র কনা
ইলেকট্রন, প্রোটন,নিউটনের মতন।