অাকাশের কাছে কিছুটা রং চেয়েছিলাম
দোষের কি বলো?
তুমি ভুল বুঝলে।
তুমি বললে ভিক্ষুক।
ভিক্ষারীর মত দু, হাত তুলে
অামি নাকি চেয়েছি কিছুটা রঙ।
.
ঠিক অাছে
তোমার কথা মেনে নিচ্ছি
তবুও তোমার চোখে অন্য নদী।
.
শুনেছি সেখানে সাতাঁর কাটে
হাঙর,কুমির
অার কিছু হিংস্র জলজ প্রাণী।