মেঘ ভাসতে ভাসতে চলে যাচ্ছে
তুমি ফিরে অাসবে না
বৃষ্টির কাছে এমনটাই শুনেছি।
.
তুমি এতটা নিষ্ঠুর ভাবিনি
ইচ্ছে ঘুড়ি
সেই কবে থেকেই তো নীলিমাতে ওড়ে।
.
তুমি কি পারতে না
লিখে দিতে
অথবা পাখির পালকে লিখতে খবর।
.
জানো তো
সব ফুল প্রেমিকা হয় না
গোলাপ যেমন
তোমাকে তেমনটাই ভাবতাম।
.
তুমি ফিরে অাসবে না
এমনটা ভাবতেই ভেঙ্গে পড়ি।