নদীর হাত ধরে হেঁটেছিলাম
মধ্য দুপূরে ;
ঘর্মাক্ত ঠোঁটের ঘ্রাণ ফিনফিনে বাতাসে ওড়ে ।
.
ঘামের নেশা
কেমন যেন মাদকতা এনে দেয়।
নদীর ভেজা শরীর
লেপ্টে থাকে অামার অনুভূতির বেডসীটে।
.
নদীকে ভীষন ভালবাসি
ঠিক নদীও ভালবাসে
অামরা দূ,জন দুজনকে খুব ভালবাসি।
.
মধ্য দুপূুরে;
ভালবাসা ফিনফিনে বাতাসে ওড়ে।
নদীর ভেজা শরীর
লেপ্টে থাকে অামার অনুভূতির বেডসীটে।