ব্রীফকেস খুলে দেখি অনেকগুলি কালো টাকা। টাকার রং কালো কেন?
দশ অাঙুল হেঁসে ওঠে । অাঙুলের ভাঁজে ভাঁজে সেলাই। বীভৎস কাটা  ছেঁড়া অাঙুলগুলো কি অামার?
রহস্যজালে বন্দি হয়ে যাই।  সময় ফনা তোলে সাপের মত।
.
হাতুরি দিয়ে ভেঙ্গে   ফেলি  শক্ত ইট এমনকি ইমারত।  সময়  বড়  কঠিন। দুধ পান করে নষ্ঠ সময়।  কালো টাকা স্নান  করে সাদা দুধে।
.
এখন অার পাখির  ডাকে  ঘুুম ভাঙ্গে না ।
ঘড়ির  কাটা টিকটিক করে প্রতিনিয়ত। এটাই বাস্তবতা।
.
সরলতা এখন পাগলের প্রলাপ।  নিঃশ্বাসে নিকোটিন ভাসে। নষ্ঠ নিঃশ্বাস পান করে মদ ও নারী। চারিদিকে শুধু ক্ষমতার অহংকার।
.
অামরা ধ্বংস হয়ে যাচ্ছি। কালো টাকা,মদ ও নারী আজ অামাদের সম্পদ।