ইতিহাসের ব্যাকপিঠে শুনি
পুরাতন ঘন্টার শব্দ।
.
যেমন অাছি
বার বছর অাগে ঠিক এমনই ছিলাম।
কোন পরিবর্তন নেই
কোন পরিবর্তন অানতে পারিনি
শুধু বয়সটাই বেড়েছে
হয়তো ভুল
অথবা ভুল ভাবনাই ভাবছি।
.
সেই চেনা নীলিমা
অাজও সূর্য ওঠে প্রতিদিন।
উঠোন জুড়ে কড়কড়ে রোদ্দুর
তবু ভাবতে বেশ ভালই লাগে।
.
ইতিহাস কথা বলে কি?
হয়তো বলে
ইতিহাসের ব্যাকপিঠে শুনি
পুরাতন ঘন্টার শব্দ।