পার্কে বসে
একটি কথা খু্ব মনে পড়ছে
ঈশ! তুমি যদি পাশে থাকতে
জানো- সবকিছু এমনই।
.
বুঝতে পারিনি সূর্যটার রঙ কেমন
তবু তো বসে অাছি
জাল বোনে বুনো মাকড়সা
অাটকে যায় নীল প্রজাপতি।
.
তবু স্মৃতির দেওয়াল পত্রিকা
সেখানে কবিতা লিখি
কবিতার পাঠক খুঁজি প্রতিদিন।