অামাদের চোখে অশ্রুজল
কোন রহস্যই জানি না
শুধু বাহ্যিক সুখটাকে
মানি ব্যাগে নিয়ে ঘুরছি প্রতিদিন।
.
অামরা কেমন অাছি
তোমাদের এই প্রশ্নটা মাঝে মাঝে শুনছি।
নাড়া দিচ্ছে ভিতরটা
তবুও দিন চলে যাচ্ছে।
.
লক্ষ্য করছি
গত দু,দিন অামার ছাদের রেলিং এ
বসে অাছে একটি শালিক।
.
এখন তো অার মানুষের ভাষাটাই
তেমন করে বুঝি না
শালিকের ভাষা বুঝবো কি করে?
.
তবুও ভাল অাছি
ভাল থাকতে হচ্ছে প্রতিদিন।
.
লালমনিরহাট- তাং 21/2/16