সংসারী হতে চেষ্টা করেছি
কিন্তু পারিনি
একজন প্রায় বলতো-সংসারী হও
সংসারী হবে কবে বলতো?
.
বেহিসেবি জীবন অামার
এখন তো অারও বেশি
সংসারী হতে একটুও চেষ্টা করি না
এভাবে বেশ কেটে যাচ্ছে জীবন।
---
লেখার তাং- 07/01/16, রংপুর।