তোমাকে ভালবাসি
ভালবাসাটা অামার অধিকার
তাই বলে এই নয়
তুমি বলবে অামি অপরাধী।
.
তুমি কি ভেবেছো?
অামি নষ্ট হয়ে গেছি।
তুমি ভুল ভেবেছো
ভালবেসে কেউ নষ্ট হয় না।
.
যাইহোক তুমি ভাল থেকো
ভালবাসি বলেই তো অপরাধী
ভালবাসি বলেই তো নষ্ট মানুষ
মেনে নিয়েছি সবকিছুই ।