তুমি অামার
এমনই ভাবি প্রতিদিন।
চোখের ভাষাটা সেদিন
বোঝনি বলেই তো অাজ
এতটা দূরে।
.
ভালবাসা কি করে
লুকিয়ে রাখি
এই রোদ অথবা বৃষ্টির ভয়ে।
.
হলুদ শার্টের ঘ্রাণ শুকে
একদিন তুমি অাসবে
এমন তো হতেই পারে।
.
লেখার তাং- 11/09/15,বগুড়া