মানুষ ছিলাম
মানুষ অাছি
মধ্যিখানে বাড়ছে
শুধু একটি নতুন দেওয়াল।
.
সকাল বেলা হাত ভেঙ্গেছে
দুপুর বেলা পা
রাত্রি বেলা মন ভেঙ্গেছে
যতই থাকুক জোছনা।
.
শালিকটা কি ঘুমিয়ে অাছে
বাবলা গাছের ডালে
ছানাগুলি কাঁদছে যে তার
কষ্টে করুন সুরে।
.
এমন কিছু স্বপ্ন দেখি
প্রতিরাতের ঘুমে
মানুষ হওয়ার স্বপ্ন কেমন
তোমরা কি কেউ জানো?