ইদানিং কিছুই ভাবছি না
নিজ ভূখন্ডের চারিদিকে
বসবাস করছে বুনোলতা।
.
মুহূর্তগুলি রোদ কাঠিতে গুনছে
বিধ্বস্ত মুখের বলি রেখা।
এমনতো চাইনি
তবুও কিছুই ভাবছি না।
.
সাদা বক, ঘুঘু কিংবা পায়রা
সবুজ লতাফুলের ঘ্রাণ শুকে
ভুলে যাচ্ছে দেহজ প্রেম।
.
এভাবে অার কতদিন?
তবুও কিছুই ভাবছি না।
.
তাং-29/8/15, বগুড়া।