মেহেদী রাঙানো হাত
কালই তো মেহেদী নিয়েছো,তাই না?
অামি কি বোকা
ঈদ এলেই তো তুমি মেহেদী নাও
সাজ বলতে ওইটুকুই।
.
তবে বেশ
অাসলে বুঝাতে পারছি না
তোমাকে না খুব ভাল লাগে
শুধু মেহেদীর সাজ,ব্যাস এইটুকুতেই।
.
তোমার ডান হাতের
বৃদ্ধা অাঙুলটা একটু অন্যরকম
অন্যগুলোর থেকে একদম অালাদা।
কিন্তু জানো?
ওই অাঙুলটাই ভাল লাগে অামার
অামার সবচাইতে বেশি চুম্বনের
স্মৃতিচিহ্ন ছিল ওইখানটাতেই।
.
জানো, তোমার মৃত্যুর পর
ওই অাঙুলটিতেই
প্রথম মেহেদীর চিহ্ন দেখেছিলাম।
.
অাজ ঈদ
কালই তো মেহেদী নিয়েছিলে, তাই না ?