শিকারী যে তীর মেরেছিলো
তার গতি
মাপতে পারিনি অামরা।
তবু তো মাইল ফলকে
উঠে অাসি বারংবার।
.
খুব দ্রুত ছুটি
কান ছুঁয়ে পিছনে ছোটে
রাত্রি পোকা
এমন সুযোগ পেয়েই তো
জোনাকিরা হেসে ওঠে
অট্রহাসি।