পর্বতকে সেদিন বললাম
তুমি এতো কঠিন কিভাবে
অামি তোমার মতো হতে চাই।
.
পর্বত বললো;
অামি মাথা উঁচু করে দাঁড়িয়ে অাছি
তাই অামাকে কঠিন ভাবো
অাসলে অামিও নরম
অামারও হৃদয় অাছে
তোমরা তা উপলব্ধি করো না।
.
এতদিন তো জানতাম
পর্বতই হলো সবচাইতে কঠিন
অামাকে ঠিক ওর মতোই হতে হবে।
.
কিন্তু অাজ একি শুনলাম
ভিতরে ভিতরে ভেঙ্গে যাই প্রতিদিন।