নিঃসংকোচে সময়ের হাত ধরেই
তুমি চলে গেলে
তবুও অামার অাশাগুলো কালের রথে
বসে দিন গোনে
তুমি ফিরে অাসবে।
গোলাপের দূ্র্বল বৃন্তে হাত ছুঁয়ে
বাঁচিয়ে রেখেছি অাজ অবধি
শুধু তোমার জন্য।
তুমি কি অাসবে না?
না এলে,এমন তো কতই কি ঘটে।
তাই বলে
অপেক্ষা কি কখনও ভুল হয়।
মানুষ হয়তো এমনই
কিছু মানুষ জেনে ভুল করে
যেমন তোমার সবকিছু জেনেও
শুধু তোমাকেই ভালবাসি।
হয়তো তুমি শুনলে বলবে
ভুলে যাও
অামাকে তো পাওয়ার প্রশ্নই অাসে না।
কথাগুলো ঠিক অতটা জটিল নয়
ভালবাসলেই যে পেতে হবে
এমন তো নয়।