সুতো ভরা সুঁচটা
যদি হঠাৎ খুলে পড়ে
স্যাত-স্যাতে শ্যাওলা জমা
অামন ধানক্ষেতের জল কাদায়।

নিশ্চয় তাকে খুঁজতে
তুমি নামবে সেখানে ।

শতকষ্টে খুঁজে বের করবে
সেই হারানো সুচঁটা
অার কাদা মেখে একাকার হবে সারাদিন।


লেখার তারিখঃ 17/02/15
নাটোর