হাতের অাঙ্গুলে
রক্ত মেখে
তোমরা লিখেছিলে পাথরের বুকে
মাতৃভাষা অামাদের অহংকার।
তোমাদের প্রতি ফোঁটা রক্ত
লেগে অাছে তাই
পতাকা অার শহীদ মিনারে।
একুশ এলে
অাজও অামরা ফুল হাতে
সমবেত হই শহীদ মিনারে।
তোমাদের প্রাণের বিনিময়ে
এনেছো এই স্বাধীনতা
হে ভাষা সৈনিকেরা।
অামরা ভূলিনি
তোমাদেরকে ভূলবো না কোনদিন।
লেখার তারিখঃ 15/02/15
নাটোর।