ও এসেছিলো
তবু অামি দেখিনি ওকে
সারাদিন বসে ছিলো
ছুঁই ছুঁই রোদ্দুরে
তবু অামি দেখিনি ওকে।
শুধু শুনেছি
ঘুঘুর ডাক প্রতিদিন।
ওকে দেখার জন্য
ঘুমায়নি কতদিন দূপুরে।
ও এসেছিলো
সারাদিন বসে ছিলো
ছুঁই ছুঁই রোদ্দুরে
তবু অামি দেখিনি ওকে।
লেখার তারিখঃ 26/01/15, নাটোর।