ভাবনার শুরু
এবং শেষটা যদিও অালাদা
তবুও বৃত্তগুলো যেন একই রকম।

অামরা কোথায়?
অার কিইবা অামাদের ভাবনা।

তবুও বলছি শোন
গতকাল বাগানের যে গাছটিতে
টুনটুনি পাখিটা বসে গান গাইতো
অাজ সেখানে একটি টিয়া
ডালে বসে খাচ্ছে শীতের রোদ্দুর।

লেখার তারিখঃ 25/01/15
নাটোর।