অামি পারিনি
বিপদের নীল অাকাশে
শূন্যতার নষ্ট দাঁতগুলো
গর্জে ওঠেছে বারংবার।
অসহায় অামি
তোমার স্থানে বসেছে অন্য কেউ
মাথায় পরেছি তাজ।
তুমি রাগ করেছো?
কি করবো বলো?
দাঁতাল শুয়োরগুলো ঘোৎ ঘোৎ
করছে কচুবনে।
অামি পারিনি
ঠোঁটের অাড়ালে নকল দাঁত পরে
বসে থাকতে কচুবনের গাঢ় অন্ধকারে।
বাস্তবতার সবুজ ঘাসে
শুধুমাত্র হাঁটছি
ভেঙ্গে যাওয়া জীবনটাকে
অাবার সাঁজাতে চাইছি মাত্র।
তুুমি বিশ্বাস করো
এখনও তোমাকেই ভালবাসি।
লেখার তারিখঃ 17/01/15
নাটোর।