সূর্য ডোবার পরপরই
সব রং মুছে
ঘরে ফিরে যাই।
ঘরে ফে,রে মেঠোপথ
বাবুই অার চড়ুই পাখি।
চেনা পৃথিবীটা
বড়অচেনা হয়ে ওঠে।
টবের লাল গোলাপটি
প্রতিরাতে যে দিতো ঘ্রাণ
অাজকের লু- হাওয়ায়
লুকিয়েছে সে উল্টোদিকে।
নতুন জানালার সার্সিগুলো
খুলে দেখি অানমনে
বাহিরের তুমুল অন্ধকারে
অবিরত জ্বলে পেঁচার লাল চোখ।
চেনা পৃথিবীটা
বড় অচেনা হয়ে ওঠে।
লেখার তারিখঃ 04/01/2015
নাটোর