রং বদলের খেলা শেষ করে
অস্ত যায়
বিশ্বাসী সূর্যটা প্রতিদিন।
তবুও বিশ্বাস
সেতো ভাইয়ের মত।
অামাদের যতকথা
ভেবে দেখো
অালাদা ভাবনায় ভাবা যায় কিনা
নাকি ভেবেছো তুমি?
কত কথাই তো বলি
মনে রেখেছো
নাকি ফেলেছো ডাষ্টবিনে
যদি ফেলে দাও
তবে অার কিইবা বলার থাকে।
চোখের সোনালী তৃষ্ণা
একটু একটু করে কি
মনে অানেনি কোন রঙ?
নাকি মুছে দিলে
পথিকের বিভ্রান্তির গল্প শুনে
সবটুকু বিশ্বাস।
বিশ্বাস সেতো অমর।
তাই যদি না হতো
তবে পৃথিবী কি থাকতো
থাকতো কি পৃথিবীর মানুষ এমন।
রং বদলের খেলা শেষ করে
অস্ত কি যেতো
বিশ্বাসী সূর্যটা প্রতিদিন।
লেখার তারিখঃ 01/01/15