এ কেমন নষ্টামি? বেসামাল পায়ে মাতালের
মুখে মদের গন্ধ,ঠোঁটে অসভ্য বুলি।
নিরব রাতের গোপন ঘর; শেকল
জড়ানো নারীদেহ
টর্চলাইটের রি- রংসার অালোয়
ভেসে ওঠে বুকের ধবল জমিন।
কাঁকড়ার থাবায় শিকারী ঈগল
নিমেষকাল কেড়ে নেয় চোখের শৌখিন
অালো
ঐ নারীর ভয়ার্ত চোখে,ফ্যাকাশে মুখে
নষ্ট অালোয় শুধুই ভাসে যামিনীর বিভৎস ছবি।
মাতাল স্বামী তার বুকের পাঁজরে হিংস্র
হায়েনার মতো বসে
ভেসে ওঠে নষ্ট পলকে বুকের ধবল
জমিন।