মনের জমিনে যখন ভোরের নষ্ট কুয়াশা
তখন স্বপ্ন রথে বসে
ভোরের নষ্ট কুয়াশা ভেংগে আসে
একজন স্বপ্ন মানবী ।
সবুজ মাঠকে সে করে সুশোভিত
স্বপ্ন সঙ্গমে আমরা ভেংগে দিতে পারি
ভোরের নষ্ট কুয়াশা ।
চারিদিকে টুপটাপ করে কুয়াশা পড়ে
কিছুই দেখা যায় না।
জলাঙ্গীর জলও
ভাংগতে পারে না সেই নষ্ট কুয়াশা ।
তবে আমরা ভেংগে দিতে পারি
কারন আমরা স্বপ্ন পুজারী
স্বপ্নের ভিতরে আমাদের বসবাস
স্বপ্ন সঙ্গমে আমরা ভেংগে দিতে পারি
ভোরের নষ্ট কুয়াশা ।