আকাশের মেঘ কে তাড়ালো
কলার পাতা কে নাড়ালো
কে নাড়ালো মন ?

জানি, আমি জানি
সুদূর মেঘের বাড়ি
কলেজ পড়ুয়া তিন নারী
আকাশ দিল পাড়ি ।

মিষ্টি হেঁসে ওড়াল দিল
মিষ্টি করে কথা বলল
ওরা তিনজন বন্ধু হলো
হাওয়ায় হাওয়ায় নাচন দিল ।

মেঘের তটে নদী
নদীর কূলে বাড়ি
মনটা আমার নাড়া দিল
মুক্তি,সুমি,রিমি
এক বয়সী তিন নারী ।