টিপ টিপ দূরে ওই
নামে যেন বৃষ্টি
দূরু দূরু মনে তাই
ঘরে বসে ভাবছি
বৃষ্টি ভেজা এক নীল পরী
জানালার পথে ওই
এসে দেবে হাতছানী ।
চুপচুপ একদম চুপ
হুটহাট কিছু নেই
নেই কোন হুড়োহুড়ি
আলো জ্বেলে বিছানায়
চল শুয়ে থাকি চুপচাপ ।
চেরীফুল বাগানে
ঝিলমিল বজ্র
দ্যাখ দ্যাখ ওই দ্যাখ
ডাক দেয় খুব জোড়ে
দুপদাপ ভেজা সেই নীল পরী বাঁশবন
পেরিয়ে হেঁটে যাবে ফুল বনে
ফুল তাই উচ্ছ্বল
দোল খায় বাতাসে ।
চুপচুপ একদম চুপ
হুটহাট কিছু নেই
নেই কোন হুড়োহুড়ি
আলো জ্বেলে বিছানায়
চল শুয়ে থাকি চুপচাপ ।