যদি কেউ অামাকে বলে
- বিয়ে করে ফেল।
অামি তাকে বলি
- ভালবাসার মধ্যে অাছি।
- মেয়ে কেমন?
- মেয়ে একটি বিষন্ন বিকাল।
অামার নিঃশ্বাসে নিকোটিন
পোড়া গন্ধ
মন খরস্রোতা নদীর মতো।
বিশ্বাসই হয় না
ভেজা চোখে ঝাপসা রেখা টেনে
কেউ নেই।
প্রতিনিয়ত ঘুরে ফিরে অাসে
অামার চিলে কোঠার ঘরে
একটি বিষন্ন বিকাল।
লেখার তারিখঃ 06/12/14,রংপুর।