পিপিলিকা এমনভাবে দখল
করে এতো দ্রুত ছুটছিলো
তোমার জলুস উপত্যকা । সিঁড়িপথ পযর্ন্ত
আমিও ছুটছিলাম
ওর পিছনে পিছনে,
কিন্তু সুড়ংগ পথে ও যত দ্রুত
হাঁটতে পারছে
আমি কিন্তু তা পারছিলাম না
যেন কেবলই পিছিয়ে যাচ্ছিলাম বার
বার ।
কাক ডাকা উন্মাতাল সময়ে ওলট-পালট
হচ্ছিলো
প্রাচীন নয় এমন সন্ধা
ভিতরে ভিতরে কে যেন হাতুর
মারছিলো
এতোদিন আমারই
ঘরে লুকিয়ে থাকা মিনি বিড়ালটাও
আজ দৌঁড়ে পালিয়ে গেল
কে বা কারা যেন
ধুলিমাখানো পাথরে জল ফেলে গেল।
কিন্তু আমি পরোয়া করিনি কোনকিছু,
খুব জোড়ে জোড়ে হাটছিলাম-
আমাকে যে করেই হোক
পৌঁছাতে হবে তোমার ওই জলুস
উপত্যকা ।
লেখার তারিখ ঃ ০৫/০৬/২০১৩