সিলিং এর উপরে
বাসা বাঁধে কবুতর
সারারাত ঘুমাতে পারি না
তার বাকুম-বাকুম ডাকে।
প্রত্যুষবেলা ঢুলু ঢুলু চোখ
জল্লাদের মূর্তি ধারক
ভাবি অনেক দূরে তাড়াবো
ঘরের সে দুষ্ট পারাবত ।
ঘরের দেওয়ালে উঠে
যখন দেখি
পায়রার পিঙ্গল পালকগুলি
খসে পড়ছে আপনমনে ।
তখন মৌণ চিত্তে
ভাবতে থাকি
শূন্যতার দেওয়াল পানে চেয়ে
এই কি তবে আমার শূন্য ঘর ?
সুতোয় বাঁধা কিছু শূন্যতা
ভালবাসার কাপড়ে লেগে জ্বলে ওঠে
আর গাঢ় হয়ে ওঠে
বিশ্বাসের ছোট ছোট বোতাম ঘর ।