অামার সমস্ত সকাল বলে
তোমাকে ফিরে পাবো
তুমি অাসবে বলতে অামায়
ভালবাসি,ভালবাসি,ভালবাসি
অামি তোমাকেই ভালবাসি।

না বলা অনেক কিছুই
লুকাতে পারি না
অশ্রু হয়ে ঝরে যায় চেনা রোদে।

অামার সমস্ত দূপুর বলে
তুমি অাসবে বলতে অামায়
ঘুঘু কেন ডানা মেলে
বসে থাকে গাছের ডালে
অার কিভাবে তোমাকে ফিরে পাবো।

বিকালের ছায়া রোদ বলে
তুমি নাকি শিমুলের ডালে বসে
অামাকে ডাকছো প্রতিদিন
অশ্রু চোখের কোনে জমে ওঠে।

অামার সমস্ত রাত্রি ডেকে বলে
শিশির ভেজা একটি রাতে
অাবার তোমাকে ফিরে পাবো।

লেখার তারিখঃ 29/11/14,রংপুর।