তোমাকে ভালবাসি
সে কথা তোমাকে বলতে চাই
তাই সকালের শিশির ভেজা পথে
তোমার সামনে এসে দাঁড়িয়েছি ।
তোমাকে ভালবাসি তাই
স্কুল বিরতির পর
কমন রুমের সামনে এসে দাঁড়িয়েছি
যেন সে কথা তোমাকে বলতে পারি ।
ছুটির পর মাঝি বাড়ির বটতলায়
তোমার আগে এসে দাঁড়িয়েছি
আজ হয়তো বলতে পারবো
তোমাকে ভালবাসি ।
কিন্তু তোমার পিছনে পিছনে
বাস স্টান্ড পর্যন্ত এসে থমকে দাড়ালাম
তোমাকে বলতে পারিনি ভালবাসি ।
মধুমতি নদীর জল পাড়ি দিয়ে
যখন তোমার বাড়ির সামনে
বাঁশবনের পাশে এসে দাঁড়ালাম
তখন তুমি আমগাছ তলায় বসে
বাঁধছিলে চুলের কবরী ।
আমি দূর থেকে বলতে চেয়েছিলাম
তোমাকে ভালবাসি
কিন্তু হুতুমপেঁচার বীভৎস ডাকে
ভয়ে বলতে পারিনি ।
যেদিন মধুমতি নদীর কূলে
তুমি দাড়িয়ে ছিলে একা
সেদিন মধুমতির ভরা যৌবন
তাই জলে ডোবার ভয়ে বলতে পারিনি
তোমাকে ভালবাসি ।
ঝরে যাওয়া একটি বছরের
কষ্টগুলো আমার
ফিনিক্স পাখির মতো হাঁসে
সড়কের এক পাশে তুমি যখন
হাঁটছো আনমনে
সড়কের ও পাশে ভাবছি আমি
ছুটে গিয়ে বলবো তোমাকে ভালবাসি ।
কিন্তু দৈত্তের মতো ছুটে আসা
ট্রাকের তলে চাপা পড়ার ভয়ে
বলতে পারিনি তোমাকে ভালবাসি ।