নরম ঘাসের চারণভূমি যেখানে স্বপ্ন আজও
স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে ।
যেখানে আমরা শুধু দুজন । এক পড়ন্ত
বিকালে সূর্যের আলোক রশ্মি থেকে
যোজন যোজন মাইল
দূরে মুখোমুখি বসে থাকা। অতঃপর হাতের
উপরে হাত ।
দারুন এক রোমান্টিকতা !
সেসব বিভোর মুহূর্তগুলি মনের রঙিন পদার্য়
আজও ছবির মতো ভেসে ওঠে ।
তুমি নেই
তোমার অস্তিত্ব অনাবাদি ফসল ক্ষেতের
মতন বুকের চরাচরে দীর্ঘকাল সুপ্ত
পড়ে থাকে।
আমি চাই গ্রীস্ম,বর্ষা,শরৎ,হেমন্ত,শীত
কিংবা কোন বসন্ত।
সেই চাওয়া-পাওয়াগুলি মনের চিলেকোঠায়
প্রতিনিয়ত ঘুরপাক খায়
আমি তোমার অনুপস্থিতি টের পাই ॥
তুমি নেই
আমার বুকের ভিতরে একাকিত্বের
শূন্যতা লাটিমের মত ঘোরে
আর আমার কষ্টগুলো
বুকের ভিতরে দাউ দাউ
করে জ্বলে ওঠে ।
লেখার তারিখঃ ০৮/০৪/২০১৩