অবাক হয়ে যাই
যখন দেখি হাতের তালুতে
ছোপ ছোপ লাল রক্তের ক্ষত
আমার প্রেমিকা তার
শাড়ির আচঁল ছিড়ে বেঁধে দিচ্ছে ।
যখন দেখি তার চোখে ভাবনার অশ্রু
যে আমাকে নিয়ে
কোনদিন ভাবতো না আজ
তার চোখে ভাবনার অশ্রু ।
বড় আনন্দে আমি ঝাপিয়ে পড়ি
পুস্পবতী নদীতে।
কারন আমার প্রেমিকার চোখের
ভিতরে
আজ একটি স্বচ্ছ ছবির এ্যালবাম
যেখানে শুধুই ভাসে আমার ছবি ।
কামট,হাঙর, কুমির জলের কোন
হিংস্র প্রাণী
আর কোনদিন আমাকে স্পর্শ করবে না ।
বেড়াজালের মতো সারাক্ষন আজ
আমার প্রেমিকা আমাকে ঘিরে আছে
আর আমি পুস্পবতী নদীতে শুয়ে আছি ।