তুমি এসে হাত ধরলে
অভিমানী চোখ যে অশ্রু লুকিয়ে
রেখেছিলো এতদিন
তা তুমি মুছে দিলে।
অার বললে, ভাবনা কিসের?
তোমার ভাবনা অামাকে দাও
মেহেদীর রং-চটা জীবন
এসো অাবার রাঙিয়ে দিই
তুমি অামাকে পাহাড় চূড়ায়
তুলে নিলে
অতঃপর স্বপ্ন বেঁধে দিলে
ভাঙ্গা বুকের দর্পনে।
একবারও কি ভাবলে?
স্মৃতির স্তম্ভে এতদিন যে ফুল
সাজানো ছিল
এরপর তার কি হবে?
লেখার তারিখঃ 19/11/2014,মাগুরা।