পাথর ভেঙ্গে বের হচ্ছে
নোংরা মুহূর্তগুলি
মানুষেরা স্থবির
হাড্ডিসার কংকালগুলো তাদের
শুনছে অশুভ শব্দের সাইরেন।

শাণিত তলোয়ার অার বীভৎস
নগ্ন সময়ের চাপে
পাল্টে যাচ্ছে একটি সমাজ।

চারিদিকে দানবী চিৎকার
অসভ্য কালো শিকারীরা মরণ ফাঁদ
পেতে
শিকার করছে মুখ অার মুখোশ।

খুন অার মিসিং
এইডস এর মত অাতংক
ঘর মুখো কিছু মানুষ তাই
নিজেরই ঘরে কারারুদ্ধ।

কোন সমাধান নেই
মানুষেরা স্থবির
হাড্ডিসার কংকালগুলো তাদের
শুনছে অশুভ শব্দের সাইরেন।

লেখার তারিখঃ4/4/2013,মাগুরা।