তুমি অামাকে এ কোন
বিপদে ফেলে গেলে
সিদান্ত!
সে তো শিউলী ভোরের মত।
ঝরা শিউলীগুলো শিশির অার
পথিকের পায়ে পিষ্ট হয় যেমন
অামিও কি তাই?
এমন লুকোচুরি চায়নি
চেয়েছিলাম সবুজ অরণ্য অার
তারই
সরুপথে হেঁটে যেতে লোকালয়ে।
শীত অাসেনি এখনও
ক্ষণিকের কুয়াশা ঢাকা সকালটা
তবুও কাঁপে।
তুমিহীনা নিঃসঙ্গতার দুয়ারগুলো
হঠাৎ এমন কেন?
লেখার তারিখঃ 11/11/2014,রংপুর।