অামার খুব ইচ্ছা করে
নীল শাড়ি
অার কপালে নীল টিপ পরি।
অাজানুলুম্বিত কুন্তল ছড়িয়ে
খোলা জানালা পথে ওই
নীল অাকাশ দেখি।
কিন্তু হায়! জানালার পিছনে
বকুল গাছের ডালে
অানমনে চেয়ে থাকে ভেজা পালকে
অামার ঘর পানে একটি পাখি।
অামি পারি না
তার চাহনি উপেক্ষা করি
আমি পারি না দেখতে ওই বিকালের
অারক্তিম অাকাশ।
প্রিয়তম, তুমি চলে গেলে
অজানা এক নতুন ঠিকানায়
তবুও তোমার ঠিকানা অাজও খুঁজি
বকুল গাছের ডালে
পাখির ভেজা পালকে।