পা-গুলো তার শূন্যপানে
অাশা ছিল বুকে
কলার বনে পাতায় পাতায়
ঝুলছে যেন কে?
কলার সাথে হিমেল বাতাস
মিষ্টি কথা বলে
চামচিকা ঐ খাবার লোভে
পাতায় থাকে ঝুলে।
লাল বাবুর ঐ শার্টের তলে
ফুল ফুটেছে
বাঁদুরগুলো মনের সুখে
ঠোঁটটি নেড়েছে।
কলাগাছের সবুজ পাতায়
অানন্দের এক ঢল নেমেছে
আজ বুঝি এই কলার বনে
অাড়ং বসেছে।