ঠান্ডা মাটির দুধ সাদা হাঁড়
ঠেকে অাছে পাঁজরের মাংসে
কেঁপে উঠি ভীষণ।

তবুও ভাল অাছি
কারন এখানে নেই রাজনীতি
নেই জনপথের নোংরা করাঘাত।

শুধু নিস্তব্ধ অন্ধকার,কিছু ভয়
( যা রক্তাক্ত করে না)
কেবলই বুকের চিলে কোঠায় নড়ে ওঠে
বারংবার।

লেখার তারিখঃ01/07/2013, নীলফামারী।