একটি সেনা বাংকার
চার জোড়া নষ্ট চোখ
দাউ দাউ করে জ্বলে ওঠে
কেঁপে ওঠে বাংকারে বন্দি নারী।
অতঃপর নিষ্ঠুর নরপিচাশেরা
শিয়াল কুকুরের মত
খুবলে খায় কানন বালার দেহ।
ভূলুন্ঠিত হয় সম্ভ্রম
বিনিময়ে সূর্য ওঠে দিগন্তে
দেশ স্বাধীনতা পায়
কানন বালা পায় সংগ্রামী জীবন।
স্বাধীনতার অনেক বছর পর
অাজও কানন বালার বুকে হাঁটে
সেই চার জোড়া নষ্ট চোখ
সেই নষ্ট স্মৃতি
অার একটি সেনা বাংকার।