অামরাও ভাবতে জানি
অালাদা সব ভাবনা
সমষ্টিগত ফাঁদজালে
ফেলেছি পা সীমানায়।
সদ্য ফোঁটা কুঁড়ি
ভুলে যাবো কি করে?
মসৃণ না হোক
থাক অজস্র কাঁটা কান্ড,পাতা,ডালে।
শিরা-উপশিরায় বয়ে যায়
রক্তের ফিনকি
বিলুপ্ত মন নিঃসঙ্গ শরীর নিয়ে খেলে
দূর্লভ খেলা।
অামরাও ভাবতে জানি
অালাদা সব ভাবনা।